ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটিয়ানদের পঞ্চাশোর্ধ কর্মচারি ও গার্ডের মাঝে ইফতার বিতরণ

রুয়েট প্রতিনিধি
মার্চ ৯, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেদের অর্থায়নে ৫০ জন হল কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে অবস্থানরত আনসার গার্ডদের মাঝে ইফতার বিতরণ করেছেন।

রবিবার (৯ মার্চ) বিকেলে রুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ মাসুদ, আরেফিন আহমেদ, রাকিব নূর এবং আরও কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গিয়ে নিজ হাতে কর্মচারী ও গার্ডদের মাঝে ইফতার পৌঁছে দেন।

শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, “রুয়েটে আমাদের এখন ক্লাস বন্ধ। কিন্তু আমরা কয়েকজন বিভিন্ন কাজে ক্যাম্পাসে অবস্থান করছি। তাই আজ চিন্তা করলাম, হলের কর্মচারী ভাই ও আনসার ভাইদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতারের আয়োজন করবো। সেখান থেকেই এই ছোট্ট উদ্যোগ।”

শিক্ষার্থী রাকিব নূর বলেন, “আমরা প্রায় প্রতিদিনই আমাদের সহপাঠী, অনুজ-অগ্রজদের সাথে ইফতার করে থাকি। ক্যাম্পাস বন্ধ থাকার পরও ক্যাম্পাসে অবস্থানরত নিরাপত্তা কর্মী ও কর্মচারি, যারা সবসময় আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের খোঁজখবর নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টা।”

শিক্ষার্থী আরেফিন আহমেদ বলেন, “ওনারা তো প্রতিদিন একাই ইফতার করেন। খোঁজখবর নেওয়ার মতোও কেউ নেই। তাই ছোট করে আমরা আজ তাদের জন্য ইফতারের আয়োজন করার চেষ্টা করলাম।”

ইফতার সামগ্রী পেয়ে হল কর্মচারী ও গার্ডরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং তাদের এই উদ্যোগকে অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে বলে মনে করছেন ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থী ও কর্মচারীরা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল