ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীসহ সকলের জন্য ইফতার আয়োজন

রুয়েট প্রতিনিধি
মার্চ ১০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। একযোগে নয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এটি আয়োজিত হয়।

আজ সোমবার (১০ মার্চ) পবিত্র মাহে রমজানের ৯ম রোজায় রুয়েট প্রশাসন কর্তৃক আয়োজিত এ ইফতারে আসরের পর থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে আসতে থাকেন। তারা মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে বসে একযোগে ইফতার করেন। এসময় মসজিদ প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্যও তাদের আবাসিক হলে আলাদা ইফতারের ব্যবস্থা করা হয়।

ইফতার আয়োজনের সাথে সংশ্লিষ্ট ও শহিদ লে. সেলিম হলের ম্যানেজার কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাসেল জানান, “রমজান মাসব্যাপী রুয়েট বন্ধ থাকলেও অনেক শিক্ষার্থীকে বিভিন্ন প্রয়োজনে ক্যাম্পাসে অবস্থান করতে হয়। তাদের কে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইফতার আয়োজনকে সাধুবাদ জানাই। আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।”

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী জুবায়ের বলেন, “আজকে অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে ক্যাম্পাসের প্রতি। স্যারদের ও বন্ধুদের সাথে একসাথে ইফতার করেছি, উৎসবের আমেজ মনে হচ্ছে। রুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানাই এতো সুন্দর আয়োজন করার জন্য।”

এসময় শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেলিম হলের প্রভোস্ট মোঃ আবু বকর সিদ্দিক সহ আরো কিছু শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তবে, প্রশাসনের উচ্চতর পর্যায়ের কারো উপস্থিতি না থাকায় অনেকে হতাশা ব্যক্ত করেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল