ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দেশে গণতন্ত্র ফেরাতে ৭ নভেম্বর তাৎপর্যপূর্ণ: মোশাররফ হোসেন

বার্তা কক্ষ
নভেম্বর ৮, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’। মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দিন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই ৭ নভেম্বর তাৎপর্যপূর্ণ।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজক ছিল বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মোশাররফ হোসেন বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করে দেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়। শুরু হয় লুটপাট ও দুর্নীতির অর্থনীতি। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। রক্ষী বাহিনী ২০ হাজারের বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। আওয়ামী লীগের মধ্যেই কেউ গণতন্ত্র চেয়েছে, কেউ চায়নি। তাদের অন্তঃকোন্দলে ১৫ আগস্টের ঘটনা ঘটেছে। কোনটা অপপ্রচার আর কোনটা সত্য, সবাই জানে। আওয়ামী লীগ সরকার জানে, তৎকালীন আওয়ামী লীগের এক পক্ষ অন্য পক্ষকে হটিয়ে আরেকটি আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করেছিল ১৬ আগস্ট।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল