কাতার বিশ্বকাপ শুরুর দিন এগিয়ে আসছে। বিভিন্ন দেশের সমর্থকেরাও প্রস্তুত করছেন নিজেদের। কেউ এরই মধ্যে হয়তো কাতারে পা রেখেছেন, কেউ আবার সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ দিয়েছে বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাঁদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এ তালিকায়। কাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল

