ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ উইকেট হারিয়ে বিপদে রংপুর

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক

চলতি বিপিএলের অঘোষিত ‘ফাইনালে’ ফরচুন বরিশালের মুখোমুখি রংপুর রাইডার্স। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নুরুল হাসানের দল।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১২ওভারে পাঁচ উইকেটে ৫৮ রান।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাট করছে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শেখ মাহেদী ও রনি তালুকদার।

তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই জুটিতে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। আউট হওয়ার ২ করেন তিনি।

পরে উইকেটে আসেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন তিনিও। সাইফউদ্দিনের বলে মুশফিকের তালুবন্দী হন এ ব্যাটার।

নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন রনি তালুকাদরও। ১২ বল খেলে ৮ রানেই বিদায় নেন তিনি।

শুরুতে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছে রংপুর। কিন্তু সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছে জেমি নিশাম ও নিকোলাস পুরাণ জুটি। তাদের ব্যাটে আশা দেখছিল সোহেলের শিষ্যরা।

যদিও পুরাণ ব্যর্থ হয়ে ফিরলে বেশিক্ষণ থাকতে পারেননি নিশামও। ব্যাট হাতে লড়াই করে ২৮ করে সাজঘরের পথ ধরেন নিশাম।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্নায়ুচাপে পড়েছে রংপুর। এখন নবীকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন সোহান।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল