মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর প্রতিষ্ঠানটি তাদের ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে। গতকাল সোমবার এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক টুইটার কেনার পরই পরাগ আগারওয়ালসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। এরপর কর্মীদের বড় একটি অংশকে ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। এর অংশ হিসেবেই ভারত অফিসের বেশির ভাগ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে। ভারতে সব মিলিয়ে টুইটারের ২০০ জনের একটু বেশি কর্মী ছিলেন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল