ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের সম্মেলনের আগে আর কোনো কমিটি নয় : নাছিম

বার্তা কক্ষ
নভেম্বর ১২, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ :

আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর এ সম্মেলনের আগে নতুন করে আর কোন কমিটি দিতে পারবে না ছাত্রলীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে মুঠোফোনে নয়া শতাব্দীকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কেন এ সিদ্ধান্ত নেয়া হলো- এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম নয়া শতাব্দীকে বলেন, ‘সংগঠনের স্বার্থে, সংগঠনের ভালোর জন্য সার্বিক বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এ সিদ্ধান্তের ব্যাপারে ছাত্রলীগ নেতৃবৃন্দকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে।’

জানা গেছে, গত ৪ নভেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল