ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বার্তা কক্ষ
নভেম্বর ১৫, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেদগড়া ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. নূরুল ইসলাম (৩৫) ওই ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, প্রতিদিন সন্ধ্যা হলেই পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য নিহত কৃষক নূরুলসহ বেশ কয়েক জন ক্ষেতের কাছাকাছি অবস্থান নেয়। সোমবার রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে এলে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন তারা। এসময় কৃষক নূরুলকে হাতি মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল