স্টাফ রিপোর্টার :
অদ্য ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ ১৮.২০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলা স্টেডিয়াম এর সামনে চাঁদমারী হতে পৈলানপুর গামী পাকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে সুত্র: মামলা নং-৪১, তারিখঃ ১৫/০৫/২০১৬ (পাবনা সদর), এস/সি-৮৫৫/১৬; ধারাঃ ১৯ (১) এর ২৬, জিআর প্রসেস নং-২৩৩৫/২২, তারিখঃ ১৬/১১/২২ খ্রিঃ মূলের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিন্টু শেখ (৪৮), পিতা-কায়েম শেখ, সাং-পাটকিয়াবাড়ী, থানা-পাবনা, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পরবতীর্তে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল