গত ০৯ ডিসেম্বর, ২০২২ তারিখ ১৭.২০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন বড়ইচড়া বাজারস্থ বিসমিল্লাহ বেকারী এর সামনে অভিযান পরিচালনা করে সুত্রঃ আদমদীঘি থানার মামলা নং-০৩/১৮১, তারিখঃ ০৪/০৯/২০২২; ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ মূলের অপহরণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ ছহিম হোসেন তুহিন @ সিয়াম (১৯), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-অন্তাহার, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। উক্ত আসামী গত ০৩/০৯/২০২২ খ্রিঃ তারিখে মোছাঃ সুখী খাতুন (১৬), পিতা-মোঃ হামিদ আলী, সাং-অন্তাহার, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে বগুড়া জেলার সান্তাহার এলাকা হতে অপহরণ করে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট মেয়ের অভিভাবক বগুড়া জেলার আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হতেই উক্ত আসামী পাবনা জেলার ঈশ^রদী এলাকায় আতœগোপন করে আসছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বগুড়া জেলার আদমদীঘি থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ হযরত আলী এর নিকট হস্তান্তর করা হয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল