পলাশ হোসাইন, স্টাফ রিপোর্টার : শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা । বুধবার(১৪ই ডিসেম্বর/২০২২) সকালে কলেজ ক্যাম্পাসে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার , সাধারণ সম্পাদক – নুরুল্লাহ, সাবেক সহ-সভাপতি -লেলিন খান, নাজমুল ইসলাম আবির, বিজ্ঞান অনুষদের সভাপতি সাব্বির আহমেদ ,সাবেক সহ-সভাপতি হামিদুর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক শাহেদ জামিল হীরা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন, হল সভাপতি মেহেদী হাসান রেইন, হলের সাধারণ সম্পাদক রাফাত বিন শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, হলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গাফফার ওনি, সাবেক সহ-সম্পাদক নুরুল্লাহ বলেন, জাতিকে মেধাশুন্য করতে ষড়যন্ত্রকারীরা সেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তাদের প্রেতাত্মারা আজও থেমে নেই। তাদের বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। দেশকে রক্ষায় তাদের প্রতিহত করতে অঙ্গীকার করতে হবে।

পরিশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল