ষ্টাফ রিপোর্টারঃ কবি মনজুরুল ইসলাম রচিত দেবী বইটির মডক উম্মোচন অনুষ্ঠান পাবনা পৌর শহরের মহীয়সী গ্রন্থ প্রকাশনা কেন্দ্রে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত
হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন দোগাছি স্কুল এন্ড কলেজ বাংলা বিভাগের
সহকারী অধ্যাপক কবি ও আবৃত্তিকার এম আব্দুল হালীম বাচ্চু । সাঁথিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক কবি ও গবেষক ড, মনসুর আলম, ,মহীয়সী প্রকাশ এর স্বত্বাধিকার রেহানা সুলতানা শিল্পী ,পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ননটেক বিভাগীয় প্রধান
আলী আকবর রাজু, কবি আজিজা পারভীন, কবি কামরুন নাহার শিল্পী সহ অসংখ্য সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, আবৃত্তিকার নাট্যকর্মী ও সাংবাদিকবৃন্দ ।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল