ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

মেসির হাতেই বিশ্বকাপ চান ব্রাজিলিয়ান কিংবদন্তি

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়য়ে থাকে মাঠ থে মাঠের বাইরে সব জায়গায়। সমর্থকরা তো বটেই দুই দেশের ফুটবলার বা সাবেক ফুটবলারদের ভেতরেও থাকে উত্তজনার পারদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের সাফল্য দেখতে চায় না কেউই। এবার যেমন আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠলেও কোনো তারা শিরোপা জিতুক এমন চাইবেন না ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড়ই। তবে এর মধ্যেও রয়েছে ব্যতিক্রম। ব্রাজিলেরই কিংবদন্তি অনেকেই চান আর্জেন্টিনার হাতেই উঠুক কাতার বিশ্বকাপের শিরোপা। সেই তালিকায় সবার উপরের নামটা হতে পারে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু।
২০০২ সালে ব্রাজিলের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ শিরোপা এসেছিলো কাফুর হাত ধরেই। এরপর ২০ বছর পেরিয়ে গেলেও ষষ্ঠ শিরোপার মুখ দেখা হয়নি সেলেসাওদের। এবারও কোয়ার্টার ফাইনাল থেকেই বাড়ির পথ ধরেছে ব্রাজিল। এরপরই কাফু জানিয়েছেন, এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব।

ওলে ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বলেন, ‘আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেব। কেন আমি মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না?’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেব। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারের পর সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেও পড়ে গিয়েছিল।’

ব্রাজিলিয়ান কিনবদন্তি এই রাইট ব্যাক আরও বলেন, ‘প্রথম ম্যাচে হারের পরই সে (মেসি) নিয়ন্ত্রণ নিল, দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিল। মনে হলো, ‘এটা আমাকে দাও’ আর সে তার জাতীয় দলকে আরও ভালো করার পণ নিয়ে নেমেছিল যেন, আর সে এটা অর্জনও করেছে।’

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল