নবী নেওয়াজ, বার্তা সম্পাদক : ১৯/১২/২০২২ইং তারিখে পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা আব্দুল্লাহ-আল-মামুন এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একটি মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এ সময় চাটমোহর উপজেলার চরসেনগ্রাম ও ধুলাউড়ি এলাকায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটায় মোট ১লাখ ৫০হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। ২য় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন । এ সময় চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় অবস্থিত ১ টি অবৈধ ইটভাটায় ৫০হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। ৩য় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় চাটমোহর উপজেলার ধুলাউড়ি এলাকায় অবস্থিত অপর ১ টি অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। তিনটি মোবাইল কোর্টে ৪টি ইটভাটায় সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল