ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে নীলকমল নৌকার অফিস ভাঙচুর

বার্তা কক্ষ
ডিসেম্বর ২০, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলার চারফ্যাসন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী আলমগীর হোসেন হালাদারের নির্বাচনী প্রচারণার গাড়ী ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এসময় নৌকার ১৫ কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। নৌকার প্রার্থীর অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিড়ে ফেলা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলকমল ইউনিয়নের ঘোষেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে নৌকা প্রতীক প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার শান্তিপূর্ণভাবে প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক করে আসছে। রোববার সন্ধ্যার দিকে দুলারহাট বাজার থেকে নৌকার প্রচার নিয়ে ঘোষেরহাট বাজার দিয়ে নীলকমল ৭ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী আলমগীর হাওলাদেরের উঠান বৈঠকে যাওয়ার পদে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের বাড়ীর দরজায় হেলমেট পরিহিত প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক লিখনের নেতৃত্বে প্রচার গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে নৌকার কর্মী-সমর্থকরা প্রচার গাড়ী উদ্ধার করতে গেলে নৌকা প্রতীক প্রার্থীর ১৫ জন কর্মীসমর্থককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আরো দুটি অটোরিকশা ভাংচুর করে লিখনের লোকজন।
নৌকা প্রার্থী মোঃ আলমগীর হাওলাদার জানান, রোববার সন্ধ্যার পর নীলকমল ইউনিয়ন ৭নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। দুলারহাট বাজার থেকে নৌকার প্রচার নিয়ে ঘোষেরহাট বাজার হয়ে উঠান বৈঠকের দিকে যাওয়ার পদে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের নেতৃত্বে তার বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে তার দুই শতাধিক কর্মী-সমর্থকরা প্রচার গাড়ী ভাংচুর করে। এসময় কর্মী-সমর্থকরা গাড়িটি উদ্ধার করতে সেখানে গেলে তাদেরকে ইটপাটকেল ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ১৫ কর্মী-সমর্থক আহত হয়। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘোষেরহাট বাজারে নৌকার অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিড়ে ফেলে ইকবালের লোকজন।
এঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের কাছে জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যান।
দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল