ষ্টাফ রিপোর্টারঃ নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ কোমলমতি শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস নিয়ে আলোচনা করলেন পাবনায় জীবিত মুক্তিযোদ্ধাগণ। ২১শে ডিসেম্বর/২০২২ইং বুধবার সকালে পাবনা সদরের সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধ মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধ ইসমাইল হোসেন । আলোচনা সভা শেষে সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ওয়াল ঘড়ি উপহার দেন
কালের কন্ঠ শুভ সংঘ পাবনা জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভ সংঘ পাবনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম ফারুক, সহ- সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শুভ সংঘ পাবনা জেলা কমিটির উপদেষ্টা সদস্য আলী আকবর রাজু , কালের কণ্ঠের শুভ সংঘ উপজেলা কমিটির সভাপতি কামরুন নাহার লুনা , সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আসাদুর রহমান রাজীব,প্রধান শিক্ষক সুরমি পারভিন, সহকারী শিক্ষক ও শুভ সংঘ পাবনা সদর উপজেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার,সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল