ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ভিআইপিদের রাস্তার বেহাল দশা!!

বার্তা কক্ষ
ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সোহাগ চোকদার :
আব্দুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব দিকের শেষ রাস্তাটি পাইকপাড়ার তথা আব্দুল্লাপুর ইউনিয়নের ভিআইপি রাস্তা হিসেবে পরিচিত। ইউনিয়নের প্রধান সড়কপথের চৌরাস্তা থেকে টংগিবাড়ীর দিকে দুইশত মিটার এগিয়ে হাতের ডানেই এই রাস্তাটি। রাস্তাটির পূর্বের শেষ প্রান্তে আমার মহান মুক্তিযুদ্ধ সময়ের গকূলনগর মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পের মটিভেটর, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াহেদ বেপারী সাহেবের বাড়ী অবস্থিত। ওয়াহেদ বেপারী সাহেবের বড় ছেলে মরহুম শারজাহান বেপারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বর্তমানে আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বাবর কবির বেপারী মরহুম ওয়াহেদ বেপারীর ছেলে। আওয়ামী লীগের চরম দূর্দিনের জেলার শীর্ষ ছাত্রনেতা মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের ভিপি ছিলেন মরহুম ওয়াহেদ বেপারীর তৃতীয় ছেলে মরহুম আলমগীর কবির বেপারী। রাস্তাটির মাথায় ডানে কোনে আমাদের স্থানীয় এমপি মহোদয় বাড়ী করবেন বলে জায়গা নিয়েছেন। ওয়ার্ডের দীর্ঘ বেশ কয়েক বছরের মেম্বার ছিলেন মরহুম আব্দুল আলী তালুকদার, তার বাড়ীও এই রাস্তা সংলগ্ন। ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ীও এই রাস্তা সংশ্লিষ্ট। সঙ্গত কারণে রাস্তাটি দৈর্ঘে ছোট হলেও তা ভিআইপি সড়ক হিসেবে পরিচিত বটে। প্রায় এক যুগ আগে রাস্তাটি পিচঢালাইয়ের কার্পেটিং করানো হলেও তা বেশী বছর অক্ষত ছিলো না। বর্তমানে রাস্তাটি দিয়ে অভ্যন্তরীণ ছোট যানবাহন চলাচল করতে পারে না। রাস্তাটি আরো প্রশস্ত করে আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হলে খুব ভালো হয় বলে এলাকাবাসীরা মতামত দিয়েছেন। পিচ ঢালাই হলে আবার দু একটি বর্ষা মৌসুমেই ভেঙ্গেচূড়ে যাবে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে রাস্তাটি নির্মাণের বিষয়ে বর্তমান ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম সেলিমের সাথে কথা হলে তিনি বলেছিলেন আমি নির্বাচিত হলে সর্বপ্রথম এই রাস্তাটি করার জন্যে উদ্যোগ নেবো। নির্বাচনের পরে তার সাথে কথা বললে তিনি জানালেন এই রাস্তাটি মেরামতের জন্যে চেয়ারম্যান সহ উর্ধ্বতনদেরকে আবেদন জানিয়েছেন। অচিড়েই কাজ ধরা হবে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল