সোহাগ চোকদার :
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা রিপোর্টার্স ইউনিটি ও জেলা অনলাইন প্রেসক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে রিপোর্টার্স ইউনিটি ৩-১ গোলে জেলা অনলাইন প্রেসক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাথে ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা, মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের সাবেক জিএস মোঃ নাজমুল হাসান সোহেল, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদকর্মীদের মধ্যে অনুষ্ঠিত পুরো খেলাটি উপভোগ করেছেন মুন্সীগঞ্জ জেলার সুপারেনটেন্ড অব পুলিস (এসপি)মোহাম্মদ মাহফুজুর রহমান আল- মামুন বিপিএম, পিপিএম বার মহোদয়, আরো উপস্থিত ছিলেন এডিশনাল এসপি শ্রী সুমন দেবনাথ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারেকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা আক্তার, সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর নাসিরউদ্দিন উজ্জল, দৈনিক রজত রেখার সম্পাদক এডভোকেট শাহীন মোঃআমানুল্লাহ্, দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক এম এম রহমান,সাহিত্য সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হিটু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান,সাধারণ সম্পাদক ও নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি’র কর্নধার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃমোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসান কবির, সহ-সভাপতি মোঃ মিলন কবির,সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, যুগ্ম সম্পাদক ও বাংলা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর, সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার,দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার সহ-সাহিত্য সম্পাদক ,স্টাফ রিপোর্টার ও রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরওয়ার মোর্শেদ সোহাগ চোকদার, দফতর সম্পাদক সালমান হাসান হৃদয়, সাংবাদিক রুলিন হোসেন, লিটন মাহমুদ, রূপা আক্তার,ফাহাদ মোল্লাসহ সকল সংবাদকর্মীবৃন্দ স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। খেলায় চ্যাম্পিয়ন টিম জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষে জয়সূচক দুটি গোল করে সেরা গোলদাতা পুরস্কার পান,রিপোর্টার্স ইউনিটির স্টাইগার সালমান হাসান হৃদয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল

