অনলাইন ডেস্ক
যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার( ৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলেন—শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালি গ্রামের শাহাআলম।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, আজ দুপুরে পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন খবর পেয়ে ভূলোট সীমান্তের বটতলা এলাকায় অভিযান করা হয়। সন্দেহভাজন মোটরসাইকেল আরহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দুটি কাগজের ঠোঙা ফেলে কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা তানভীর রহমান।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল