আইএনএস : পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের সাথে পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় পাবনা পৌরসভার মেয়রের কার্যালয়ে এসভায় শহরের পরিবেশ,যানজট এবং ফুটপাথ দখলমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদ প্রমুখ। মতবিনীময়কালে পৌর মেয়র শত ব্যস্তার মাঝে সেতৃবৃন্দের সাথে আর্থিক সংকট মাথায় নিয়ে পৌর এলাকার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা জানান। এ সময় তিনি পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি আর্থিক সংকট কেটে গেলে পৌর এলাকার সমস্যা নিরশনসহ পৌরবাসীর সেবার মানন্নয়নে সকারের দেয়া গৃহীত কর্মসূচী বাস্তবায়নের আশ্বস দেন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল