ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ কলেজ শিক্ষার্থীর

বার্তা কক্ষ
জানুয়ারি ১০, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে  মাধপুর – সাঁথিয়া  সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের  নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ।
তিনি পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী। অপরজন  একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। এবছর তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে পাবনা শহর থেকে  একটব মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিলেন। পথে সাঁথিয়া বাজারের বোয়াইলমারী মোড় পার হলে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছমিলের গাছের কাঠের গুলের স্তুপে পড়ে যায়।  স্হানীয়রা তাদের   উদ্ধার করে  পাবনা জেনারেল  হাসপাতালে নেওয়ার পথে দুজন  মারা যায়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল