আইএনএস : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি এডওয়ার্ড কলেজ যুব রেডক্রিসেন্ট দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে ১২০ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথী ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি এডওয়ার্ড কলেজ যুব রেডক্রিসেন্ট দলের ইনচার্জ ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান, মো. রুহুল আমিন, কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান রাশেদ হোসাইনসহ দলের সদস্যবৃন্দ। এর আগে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন, স্থাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান কর্মসূচী, ছাত্র-ছাত্রীদের প্রথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে বলে নেতৃবৃন্দগণ জানান।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল