ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনা র‌্যাব কর্তৃক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতার- ০১

বার্তা কক্ষ
জানুয়ারি ১৫, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৪/০১/২০২৩ তারিখ ১৮.২০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামস্থ জনৈক দুলাল (৫০), পিতা-মৃত রহমান এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে’ অভিযান পরিচালনা করে জিআর-৪৬২/২১ (পাবনা), প্রসেস নং-২৫৯৫/২২, তারিখঃ ২০/১২/২০২২ খ্রিঃ, স্মারক নং-১১২৮, তারিখঃ ১৩/১২/২২ খ্রিঃ। ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ৮ (ক) মূলের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হাফিজ শেখ (২৮), পিতা-মোঃ দুলাল শেখ, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর (মেথর কলোনীর পিছনে), থানা-পাবনা, জেলা-পাবনাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল