ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনায় বিসিক আয়োজিত ১০ দিনের উদ্যোক্তা মেলা শুরু

বার্তা কক্ষ
জানুয়ারি ২৩, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

আইএনএস: পাবনায় ১০দিন ব্যাপী বিসিক উদ্যাক্তা মেলায় ৩৯টি স্টলে পাওয়া যাচ্ছে বটিকস ও হস্তশিল্পসহ নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য। গত ২২ জানুয়ারি সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাবনা বিসিকের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। গতকাল সকাল ১১ টায় মেলা চত্বর ঘুড়ে দেখা যায়, বিভিন্ন স্টলগুলোতে হস্তশিল্পের ও বটিকসের পন্যসামগ্রী কেনা-বেচায় ব্যস্ত উদ্যোক্তারা। এ ছাড়াও সেখানে পাওয়া যাচ্ছে খটি মধু, ঘি, সরিষার তেল, কালোজিরার তেল, ফলের আচার, পিঠাসহ মখোরোচক নানা প্রকার খাবার। হস্তশিল্পের বাঁশের তৈরি ঢালা, চালনা, কাঠের তৈরি হুগলী, পিঠা তৈরির বেলুন, পাটের তৈরি ব্যাগসহ রকমারী নানা পণ্য। কোনো কোনো স্টল মালিকেরা বলেন, কেবল দুইদিন মেলা শুরু হয়েছে ক্রেতাদের আগমন কম হওয়ায় তেমন বেচা-কেনা হয়নি । আবার কোনো কোনো স্টল মালিকেরা বলেন কেনা-বেচা ভাল হচ্ছে। পড়শীর নির্বাহী পরিচালক নারী উদ্যোক্তা মালা সরকার ও নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নারী উদ্যোক্তা নাজিরা পারভীন বলেন, বিসিকের সদস্যভ’ক্ত নারী উদ্যোক্তারা ৩ হাজার টাকায় স্টল বরাদ্দ নিয়ে নিজেদের প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত পণ্য বিক্রি করছেন। এদিকে ‘নিত্য চাহিদা’ উদ্যোক্তা রিমা পারভীন বলেন, বেকার যুবদের হাতের কাজ শিখিয়ে তাদের মাধ্যমে ছেলে ও মেয়েদের ডিজাইন করা বুটিকসের থ্রী-পিচ, শাড়ী, জামা,লুঙ্গিসহ বিভিন্ন পোশাক ক্রেতাদের আক্রিষ্ট করেছে। এতে মেলার শুরুর দিন থেকেই ভাল বিক্রি হয়েছে বলে দাবী করেন এ মহিলা উদ্যোক্তা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল