নিজস্ব প্রতিবেদক :
একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী, মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোড়ারদেউল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন পুস্তি (মুক্তিযোদ্ধা সনদ নং- 01590002168) আজ ভোর ৪ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে পুরো রামপাল ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। তাকে দেখতে মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিছ, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, মিলনসহ সদর উপজেলা ও আশপাশের এলাকার সকল মুক্তিযোদ্ধারা ছুটে আসেন। তাকে গার্ড অব অনার দেওয়ার পর পানাম জোড়ারদেউল জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে রামপাল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ, রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মোল্লা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন পুস্তি, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, মুক্তিযোদ্ধাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। জানাযা নামাজ শেষে তাকে জোড়ারদেউল কবরস্থানে দাফন করা হয়েছে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল