ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ঈশ্বরদীরতে চালক-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ

বার্তা কক্ষ
মার্চ ১৪, ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঈশ্বরদী প্রতিনিধি :
মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে পাবনার ঈশ্বরদীতে চালক-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ই মার্চ) উপজেলার রুপপুর মোড়ে সকাল ১১টার দিকে ঘন্টা ব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পাকশী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসআই কমলাকান্ত রায়, তিনি হাইওয়ে রোডে থ্রি হুইলার ওঠার উপর বিধি নিষেধের কথা বলেন।

 

এসআই জাহাঙ্গীর চালক- হেলপারদের উদ্দেশ্যে বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। এবং উল্টো পথে কখনোই গাড়ি চালাবেন না। মোটরসাইকেলের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।সভায় আরো বক্তব্য রাখেন, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও গাড়ির মালিক,চালক-হেলপারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল