বিশেষ প্রতিনিধিঃ
১৫-০৩-২০২৩ইং তারিখে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী
বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার জোতগৌরি, জালালপুর এলাকায় একটি ভ্রাম্যমান আদালত এর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংক, এডিবল জেল ও আইসললি এর অনুকূলে গুণগত মান সনদ গ্রহণ না করে পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন -২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের পাবনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুননাহার শারমীন এস সান ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ কে ৫০০০০/- টাকা জরিমানা এবং ৪৫ কার্টুন মালামাল জব্দ করে ধ্বংস করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার ( সিএম) আমিনুল ইসলাম। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল