সিরাজুল ইসলাম রোহান, ঈশ্বরদীঃ
ঈশ্বরদীতে অস্ত্র, গুলি ও মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত জমসেদ আলী প্রামানিকের ছেলে আবির হাসান মামুন (৩৯)। বুধবার (১৫ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের ঈশ্বরদীর (ওসি)পরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় মামুনের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। অভিযানকালে ১টি একনালা বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, ১টি ম্যাগজিন, ৪১ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১৯০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন জানান,আটককৃত আবির হোসেন মামুন একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। তখন মামুনের বসবাসের নিজ কক্ষের ওয়ারড্রপ, আলমারিসহ গোপন কয়েকটি জায়গা থেকে দেশীয় ১টি একনালা বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, ১টি ম্যাগজিন, পিস্তলের ৪১ রাউন্ড তাজা গুলি, ১টি ধারালো মাঝা আকারের ছুরা, ১৯০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । তিনি আরও জানান, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের সময় এবং জব্দ তালিকা তৈরির সময় সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পরিষদের আট মেম্বরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মামুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল