ঈশ্বরদী সংবাদদাতা :
পাবনার ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২শে মার্চ) উপজেলার আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি তৌহিদুজ্জামান দোলন বিশ্বস। তিনি প্রধান অথিতির বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এটা তোমাদের বিদায় নয়। সামনে দিনে তোমারা উন্নত লেখাপড়া করে এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম, পৌর কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক পৌর ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝ প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা এবং নতুনদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় ও দোয়া মাহফিল মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল