নবী নেওয়াজ :
চাটমোহরে বিএসটিআই কর্তৃক বিপাশা বিস্কুট বেকারি ,ঈগল ফুট ও বাদশা অয়েল মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।
১১-০৪-২০২৩ ইং তারিখে চাটমোহর উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর যৌথ উদ্যোগে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করায় মেসার্স বিপাসা বিস্কুট বেকারি, বালুচর,চাটমোহর, পাবনাকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ১০০০০.০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স ঈগল ফুডসকে ১০০০০.০০ এবং বাদশা অয়েল মিলস, আফ্রাতপাড়া, চাটমোহর, পাবনা নামীয় প্রতিষ্ঠানকে ২০০০০.০০ টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিনা খাতুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সার্বিক সহযোগিতা করেন দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) এবং প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল