ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ২

বার্তা কক্ষ
মে ১০, ২০২৩ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

র‌্যাব জানায়, আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকালে উপজেলার মান্নাননগর মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান।

আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে বিকালে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কুদরত-ই-খোদা ও হাওয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও এক হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে। আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার করা মাদকসহ দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল