পাবনার চাটমোহরে একদিনে ব্যবধানে দাম কমেছে কাঁচামরিচের। হাটবাজারে চলছে কাঁচা মরিচের ভেলকিবাজি। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজি প্রতি ৩০০ টাকা। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০. টাকায়। গত দু’দিন আগে হঠাৎ করেই ১০০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হয় ৬০০ টাকায়। ভুক্তভোগী ক্রেতারা জানান, গত এক সপ্তাহ আগেও কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৮০ টাকা কেজি। এ অবস্থায় উপজেলার নিম্ন এবং মধ্য আয়ের মানুষ নিরুপায় হয়ে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ কিনে দৈনন্দিন রান্নাবাড়ির চাহিদা মেটায়। উপজেলার মথুরাপুর গ্রামের সাহেদ আলী বলেন গত সোমবার চাটমোহর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০০ টাকা দরে। মঙ্গলবার সেই মরিচই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। এটাতো ব্যবসায়ীদের ভেলকিবাজি মনে হয়। বাজারের সবজি ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন,দাম উঠানামা করে আমদানির সাথে। বর্তমানে হাট বাজারে কাঁচামরিচের আমদানি বেড়েছে,তাই দাম কমেছে। আমদানি না থাকায় দাম বেড়ে গিয়েছিল। দু’চারদিনের মধ্যেই দাম আরো কমে যাবে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল