নিজস্ব প্রতিবেদন :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে ১০৮ জন ব্যর্থ এমপি ও মন্ত্রীর নামের তালিকা উপস্থাপন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিশ্বস্ত সংস্থা ও এজেন্সির মাধ্যমে উপস্থাপিত ওই তালিকায় পাবনার ৫টি আসনের মধ্যে ২টি আসনের ২ জন এমপির নাম রয়েছে মর্মে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তবে পত্রিকাটিতে পাবনার কোন ২টি আসনের ওই ২জন এমপির কপাল পুড়তে যাচ্ছে তা উল্লেখ করা না হলেও এ নিয়ে পাবনা-২ আসনে হইচই পড়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের একশ্রেণীর নেতাকর্মী ধরেই নিয়েছেন ওই তালিকায় পাবনা-২আসনের এমপি আহমেদ ফিরোজ কবিরের নাম রয়েছে। হয়তো থাকতেও পারে। আবার নাও থাকতে পারে। তবে রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। তাছাড়া অনেক সময় দেখা যায়, বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পরও আবার পরিবর্তন হয়। সুতরাং পত্রিকায় প্রকাশিত ওই তালিকাকে চূড়ান্ত ভেবে হইচই করে দলের অভ্যন্তরীণ কোন্দল না বাড়িয়ে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করাই শ্রেয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল