শিশির হাওলাদার ,পটুয়াখালী :
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সহ, স্থানীয় সুধীদের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ন সচিব ও পরিচালক মোঃ শাহ আলম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উপসচিব ড. নুরুল আমিন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার সহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার এবং গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ। স্মৃতিচারণ ও যুদ্ধকালীন বীরত্ব গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে সত্যিকারের দেশ প্রেম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং দেশের বীর মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি করাই মূল লক্ষ্য। এসময় অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনায় থাকেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল