ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর চারঘাটে সাড়ে ৫০০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৩ মাদককারবারি

বার্তা কক্ষ
অক্টোবর ১৪, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ লিটার চোলাইমদ সহ ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে  র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহীর একটি অাভিযানিক দলের সদস্যরা।
 গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট উপজেলার বাটিকামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মিনহাজুল ওরফে কলিন্স(২৫), মৃত সাহাবুদ্দিনের ছেলে মোরসালিন (২৪) ও গুইয়াবাড়ী গ্রামের মকছেদ আলীর  ছেলে মুকুল(৩০)।
র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাজশাহী চারঘাট উপজেলার গুইয়াবাড়ী গ্রামে মিন্টু মিয়ার আমবাগানে মাদককারবারিরা বিক্রয়ের জন্য চোলাইমদ মজুদ রাখছেন এবং বিক্রয়ের চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ লিটার চোলাইমদসহ ওই তিন মাদককারবারিকে গ্রেফতার করে র‌্যাব-৫।
র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী আরোও জানায়,  গ্রেপ্তাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে করলে আসামীরা জানায়  বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল তারা।
গ্রেফতারকৃত উক্ত আসামীগনকে জব্দকৃত আলামতসহ আইনগত  ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল