ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনায় আলহাজ্ব ইলিয়াস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ খালেক খান : পাবনা সদর উপজেলার রাজাপুর আলহাজ্ব ইলিয়াস উচ্চ বিদ্যালয় ও জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ১৩ ফেব্রুয়ারি রাজাপুরস্থ আলহাজ্ব ইলিয়াস উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্বে সকাল ৯ টার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজমত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দুবলিয়া এলাকার কৃতি সন্তান, দুবলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পাবনা রোটারি ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক আলহাজ্ব অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। তিনি আরো বলেন, আজকে যারা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে, তোমরা সবাই বিজয়ী হবেনা, যারা বিজিত হবে তারা দুঃখ না পেয়ে সবাই কে সহযোগিতার মনোভাব পোষণ করবে। তিনি বলেন খেলাধুলা করলে মনের পরিতৃপ্তির পাশাপাশি সুস্থ সবল থাকা সম্ভব। তিনি আরো বলেন যারা বিজয়ী হবে তারা আগামীতে আরো ভালো করার চেষ্টা করবে, আর যারা বিজিত হবে তারা বিজয়ী হরার চেষ্টা করবে। মাহাতাব বিশ্বাস আরো বলেন ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের সহযোগিতার সুযোগ সুবিধা রয়েছে। তোমরা এ সুযোগ-সুবিধা গুলি কাজে লাগানোর চেষ্টা করবে। তিনি শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন তোমরা ভালোভাবে লেখাপড়া করে দেশ ও দশের সেবা করবে। অপর আমন্ত্রিত অতিথি পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য ও ক্রীড়া প্রতিযোগিতার অংশ গ্রহণ কারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ মোহাম্মদ আজমত আলী বিশ্বাস উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় নিয়ম কানুন মেনে খেলাধুলা করার জন্য তাদেরি প্রতি আহবান জানান। ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ বিদ্যালয়ের বালক শাখার জন্য গোলক নিক্ষেপ, দীর্ঘলম্ফ, বস্তাদৌড়, ঘূর্ণন দৌড়, মোরগ যুদ্ধ, বিস্কুট দৌড়, বালিকাদের জন্য ঝুলিতে বল ফেলানো, চামচ দৌড়, ভারসাম্য দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা, দড়ি ঘোরানো, বেলুন ফুটলানো, বাজনা থামলে বল কোথায়,নির্দেশনা অনুসরণ, সুচ সুতা পড়ানো, বিস্কুট দৌড়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য যেমন খুশি তেমন সাজো, এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাজনা থামলে বল কোথায়, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য বাজনা থামলে বল কোথায়, শিক্ষক ও ম্যানেজিং কমিটির রশি টানাটানি, আমন্ত্রিত অতিথিদের জন্য পাতিল ভাঙ্গা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বালকদের দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ যুদ্ধ, বিস্কুট দৌড়, বালিকাদের জন্য ভারসাম্য দৌড়, ঝুড়িতপ বল নিক্ষেপ, সুচসুতা পড়ানো, দড়ি ঘোরানো, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের বাজনা থামলে বল কোথায়, মহিলা অভিভাবকদের বাজনা থামলে বল কোথায় খেলার আয়োজন ছিল। বক্তাদের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগি অংশ নেয়। অনুষ্ঠানে আলহাজ্ব ইলিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাক আহমেদ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার স্বাগত বক্তব্য দেন। তারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সকল শিক্ষকগন পরস্পর সহযোগিতার মাধ্যমে সারাদিন ব্যাপী খেলাধুলা পরিচালনা করার আশা ব্যক্ত করেন। তারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এইচ এম রইচ উদ্দিন, জান্নাতুল ইয়াসমিন, আশরাফুল ইসলাম ও পপি খাতুন প্রমুখ। প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন। বিচারক মন্ডলীরা হলেন প্রধান শিক্ষক এস এম মোস্তাক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ও আব্দুস সাত্তার। প্রাথমিক বিদ্যালয়ের বিচারক মন্ডলিরা হলেন প্রধান শিক্ষক আশরাফুন নাহার ও আ,জ,ম মুত্তালিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও টিএমএসএসের ইন্টারন্যাল ইন্টেলিজেন্স প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম, সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, আমন্ত্রিত অতিথি,গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ধারা বর্ননা করেন মোঃ সাখাওয়াৎ হোসেন ও আবুল কালাম খান।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল