স্পোর্টস ডেস্ক
ইরাকের বাগদাদে চলছে এশিয়া কাপ আরচ্যারি। কম্পাউন্ড মিশ্র বিভাগে স্বাগতিক ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তপু রায় ও মেঘলা।
ভারতের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন তপু ও মেঘলা। প্রথম দুই সেটে ৩৬-৩৪ ও ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পরের দুই সেট হয় ড্র। চার সেট মিলিয়ে বাংলাদেশের স্কোর ছিল ১৪৮। ইরাকের স্কোর হয় ১৪৫। তিন পয়েন্টে এগিয়ে থেকে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র দ্বৈত দল।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সব ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষে খেলবে ব্রোঞ্জের জন্য। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে স্বর্ণের লড়াই এবং মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জের জন্য খেলবে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল