ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
স্কোরবোর্ডে শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। সেই ভিতটাকে এখন শক্ত টার্গেটে রূপ দিতে ব্যাট চালিয়ে যাচ্ছে শুভমান গিল ও রিশভ পান্ত। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরা গিল। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন পান্ত।

চতুর্থ উইকেটে পান্ত-গিলের জুটিতে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত। এরইমধ্যে লিড ৩৫০ রান পার করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১২৯ রান। গিল ৫৭ আর পান্ত অপরাজিত আছেন ৩৬ রানে।

এর আগে, দ্বিতীয় দিনে ভারতকে ৩৭৬ রানে থামিয়ে ব্যাট করতে নেমে বাকি দিনটা পার করতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায়। পড়ে ফলোঅনে।

পরে বাংলাদেশকে পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৮১ রান জমা করে দিন শেষ করে স্বাগতিকরা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল