স্পোর্টস ডেস্ক
এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে করেছেন এই বাঁহাতি।
কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় ৩৫ ওভার। এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা হয় পরিত্যক্ত। অবশেষে মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের খেলা। শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক।
মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে দুই শ রানের ঘরে পৌঁছেছে বাংলাদেশও। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০৩।
মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সুবিধা করতে পারেননি লিটন।
দলীয় ১৪৮ রানে ৩০ বলে ১৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ১৭২ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল