ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে এক মঞ্চে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

বার্তা কক্ষ
অক্টোবর ২১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর রাণীনগরে এক মঞ্চে দাঁড়িয়ে ভোটারদের কাছে একে একে ভোট চাইলেন বিএনপির ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

 

২১ অক্টোবর, সোমবার বিকেলে আসন্ন রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ভোট চান প্রার্থীরা। দলের মধ্যে শৃঙ্খলা ও পরস্পর সর্ম্পক বজায় রাখতে এমন আয়োজনের কথা জানান দলটির নেতা-কর্মীরা।

কালীগ্রাম ইউনিয়ন এবং একডালা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী ভোটারদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড:আব্দুল খালেক।

আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির সদস্য কাজী মো: রবিউল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী এসএম আল ফারুক জেমস্, আল হাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসারব হোসেন, একেএম জাকির হোসেন, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, মেজবাউল হক লিটন, মতিউর রহমান উজ্জ্বল, শহিদুজ্জামান আকন্দ ও কাজী সাহাবুল ইসলাম।

এছাড়া অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য প্রদান করেন।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ যোগ্যতার কথা তুলে ধরে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১০বছর পর রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৮টি ইউনিয়নের মোট ৫৬৮জন ভোটার ভোট প্রদান করবেন। তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ শেষে ভোট চাইতে মাঠে নামেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল