ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাবনার উন্নয়নে দলমত সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে-বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিএনএফ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : 

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেছেন, পাবনার উন্নয়নে দলমত সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দ্বার সব সময় খোলা। পাবনার সকল সাংবাদিকদের কলমের লিখনীর মাধ্যমে পাবনার উন্নয়ন তরান্বিত করতে হবে। বিশেষ করে শহরের যানজটের কবল থেকে মুক্ত হতে হলে ঐতিহ্যবাহী ইছামতি নদী সচল করতে হবে। ইতোমধ্যে ইছামতি নদী সচলের জন্য পাবনার সর্বস্তরের জনসাধারনকে নিয়ে একটি মতবিনিময় সভা করা হয়েছে। যেখানে দেশের নীতি নিধার্রকগণ উপস্থিত ছিলেন। ছিলেন দেশের ৫ জন সূর্য্য সন্তান। জাতীর পিতার ডাকে যারা এদেশকে স্বাধিন করার জন্য নিজের জীবনকে বাজী রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। জাতীর পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন পাবনা থেকে
ঢাকায় ট্রেনযোগে যাতায়াত সময়ের দাবী। গতকাল (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ২ টা পর্যন্ত অনুষ্ঠিত সিএনএফ টিভির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাহাতাব বিশ্বাস বে সরকারি বিশ্বাবিদ্যালয়ের ( প্রস্তাবিত) চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা । শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ। বেলা ১১ টায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। এ পর্বে শিক্ষাসাগর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেসা ববিন‘র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক নুরুল আলম বাচ্চু এবং জেলা কৃষকলীগের সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ও সাংস্কৃতিক
অনুষ্ঠানে অংশ নেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম রানা, পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,সহকারী জেলা শিক্ষা অফিসার মিনহাজ মিয়া, উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, পাবনা সদর উপজেলা
এসএফডিএফ, এলজিআরডি উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার, সুকমার্ সমাজ কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট সুহানা শেখ, খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ( অব.) জিয়াউল হক জিয়া, রোটা. জালাল উদ্দিন, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সাহিত্য ও বির্তক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, শহীদ এম
মনছুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, কাশিনাথ পুর মহিলা ডিগ্রি কলেজ পাবনার সহকারি অধ্যাপক আব্দুল আলিম খান, প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, সিটি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান
টিংকু ও রাফি খান ফুল, পাবনা চেম্বার অব কমার্সের সচিব আব্দুর রাজ্জাক,সহকারী শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, দৈনিক মর্নিং টাচ সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী,সূচিতার নির্বাহী পূর্নিমা ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, এমএস ল্যাবরোটরী ( ইউনানী) এমডি মাহবুবুল আলম ফারুক, কৃষিবিদ জাফর সাদেক, কৃষিবিদ নাজিম উদ্দিন, পাবনার খবর নিবার্হী সম্পাদক মনিরুজ্জামান শিপন,মাইটিভির জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক, সাংবাদিক খালেকুজ্জামান পানু,সাংবাদিক আল এহসান হক মাসুক, সাংবাদিক এস . পারভেজ, রওশন আক্তার
রুশো, আইরিন, আরিজা শারমিন, খুরশিদ আহমেদ, মুক্তা প্রেসের বাদল হোসেন,খায়রুজ্জামান সম্রাট, মো. জীবন,সাংবাদিক সোহেল রানা দৈনিক বর্তমান সময় বাংলা ৭১ জেলা প্রতিনিধি নবী নেওয়াজ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাঈদ উল ইসলাম, কবি বেগম ফিরোজা খান রিটার্ড, কবি ও মানবাধিকার কর্মী করুনা নাসরিন, লারনার্স অগার্নাইজেশনের নিবার্হী পরিচালক জাহানারা বেগম বিজলী, মা একাডেমীর পরিচালক সুমন আলী, জীবন বীমা কপোর্রেশনের ডিও কবি আজিজা পারভীন, কবি শামিমা সীমা, মুক্তদৃস্টি সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের সাধারণ
সম্পাদক মমতাজ রোজ কলি, কবি মধুসুদন মজুমদার, কবি উত্তম কুমার দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতার্ শফিউদ্দিন মিয়া, কবি মোহাম্মদ আলী, কবি খান আনোয়ার, শফিকুল ইসলাম,সুবহান খান, এনজিও কমর্ী উম্মে রুবাইয়া,এনজিও কর্মী
মনোয়ারা পারভীন,কবি শাম্মীয়ারা খাতুন, সাংবাদিক আসির ফয়সাল, সাংবাদিক আলাউদ্দিন বিন কাশেম,পাবনা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন, পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু,
কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতিকুল ইসলাম
উজ্জাল, কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.আলাউদ্দিন পরাগ, জেলা সমবায় অফিস পাবনার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, ছলিমপুর ডিগ্রী কলেজ পাবনা মোঃ শফিকুর রহমান শান্ত, সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনার সহকারী শিক্ষক মুহাম্মদ জাফুরুল আহসান শান্ত, চশমা ব্যাবসায়ী সমিতি পাবনার সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন মিঠু, বিশিষ্ট মোটর ব্যবসায়ী আতিকুল ইসলাম খান সুজন, এম মনসুর আলী কলেজের কম্পিউটার অপারেটর হাসান আরিফ আহমেদ এলিন, পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন, এবিসি গ্রুপের জোনাল ম্যানেজার কবির উদ্দীন কবি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কর্মকর্তা আলী এহসান রিস্তা, শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক তোফায়েল হোসেন, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার রেহানা পারভীন, দৈনিক জনবাণী পাবনা জেলা প্রতিনিধি  পলাশ হোসাইন, বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ, সর্ব সদস্য সামিউর রহমান, আবিদ হাসান, সুলতান শেখ, শহিদুল ইসলাম, দাউদ শেখ, খুরশিদ আহমেদ, শিক্ষাথর্ী রেবা খাতুন, তানিয়া সুলতানা, তাসনিম তনু, তৃষ্ণ দাস, প্রমি পাল, হাসি পাল, আইরিন, দৈনিক বাংলার খবরের বিভাগীয় সমন্নয়কারী আবদুল্লাহ আল মোমিন, দৈনিক বাংলার খবরের পাবনা সদর উপজেলা প্রতিনিধি আব্দুস সুবাহান, সাংবাদিক রাজিব জোয়ার্দ্দার সাংবাদিক মমিন, শামীম আহমেদ, সালমান ফারসি প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা , কবিতা পাঠ, গান, কেক কাটা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুরু পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইসলামি আলোচক বাংলাদেশ বেতার ও বিটিভি ও বিটিভি আহমেদ ।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল