নরসিংদীর রায়পুরায় গৃহবধূ লাভলী আক্তারকে (৩০) ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী সুজন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত রোববার ভোরে রায়পুরা পৌর এলাকার মামুদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার সুজন মিয়া পুলিশের কাছে স্ত্রী লাভলী আক্তারকে হত্যার কথা স্বীকার করেছেন।
আজ সকালে নিহত লাভলীর মায়ের দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করার পর ওই মামলায় সুজনকে গ্রেপ্তার দেখানো হয়। সুজন রায়পুরা পৌর এলাকার মামুদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল