ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচনে যাবে কি না বলারও সুযোগ দেয়নি সরকার: মির্জা আব্বাস

বার্তা কক্ষ
মার্চ ৫, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে কি না, তা বলারও সুযোগ সরকার দেয়নি বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুবদলের নিহত দুই নেতার পরিবারকে আর্থিক সহায়তাদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।

মির্জা আব্বাস বলেন, ‘পরিকল্পনা করেই গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করেছে সরকার। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হয়েছে।’

বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সরকার সে কথা বলারও সুযোগ দেয়নি বলে অভিযোগ তোলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে হাজারো পরিবারকে শেষ করা হয়েছে। এই সরকার কখনোই টিকে থাকতে পারেনি। জনরোষে বিদায় নিতে হবে।’

 

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল