ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সাবেক চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুলাডুলি বাজার এলাকায় মুলাডুলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি মুলাডুলি কাঁচা বাজার (সবজি আড়ৎ) থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মুলাডুলি বাজারস্থ মুক্ত মঞ্চে সমাবেস এর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্ত্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, বিশ বছর আগে কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় নেতা শরিফুল ইসলাম তুহিনকে ফাঁসিয়ে দেয় । আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ইতিমধ্যে শরিফুল ইসলাম তুহিন ২০ বছর কারাদণ্ড অতিক্রম করেছেন। আইন অনুযায়ী তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
শরিফুল ইসলাম তুহিন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান।
এ সময় একই মামলায় কারাবন্দি আব্দুল হান্নান, সাইফুল ইসলাম বাচ্চু, আমিনুল ইসলাম আমিন এর মুক্তি চাওয়া হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, , ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, বিএনপি নেতা হাজী মো. স্বপন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যগ্ন আহবায়ক হেদায়তুল ইসলাম অনিক, মুলাডুলি ইউনিয়ন যুবনেতা হাফিজুর রহমান। মুলাডুলি ইউনিয়ন যুব নেতা মোঃ সুজন শেখ। মুলাডুলি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, এনামুল মেম্বার, মুলাডুলি ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ, আলী আকবর,কৃষকদল নেতা মনিরুল ইসলাম, নাহার।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল