ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ঁস ফ্রঁসেজে ‘কাব্যচিত্র’ চিত্রপ্রদর্শনী ১৭ নভেম্বর

বার্তা কক্ষ
নভেম্বর ১৪, ২০২৩ ৬:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

শিল্পীর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকার ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে।

‘কাব্যচিত্র’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হবে হবে ১৭ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান। এতে শিল্পীর আঁকা প্রায় অর্ধশত চিত্রকর্ম প্রদর্শিত হবে।

‘কাব্যচিত্র’ শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী। শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম তার দেখা নিসর্গ আর চারপাশের পরিবেশকে চিত্রপটে তুলে আনেন রূপে ও রূপান্তরের আলো-আঁধারে। বহমান সময়ের ছাপ, সন্তাপ, আবেগ-অনুভূতি প্রভৃতি নিয়ে তিনি ছবি আঁকেন কালের সাক্ষী হয়ে।

শ্যাওলাজমাট নোনা ধরা দেয়াল, দীর্ঘদিন বৃষ্টিতে ভিজে ভিজে ছাদে বা কার্নিশে যে-রূপটি তৈরি হয়, সেটির প্রায় কাছাকাছি অবয়বের দেখা মিলবে শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমের চিত্রপটে।

পেশাগত জীবনে শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল